ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবির ১৭ ডিসেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
পবিপ্রবির ১৭ ডিসেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিত

পটুয়াখালী: অনিবার্য কারণবশত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) স্নাতক (সম্মান) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ১৭ ডিসেম্বরের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুদ্দীন বংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও গণমাধ্যমে ভর্তি পরীক্ষার সময়সূচি জানানো হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দেশে চলমান রাজনৈতিক দৃশ্যপট না পাল্টানো পর্যন্ত আপাতত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। সবকিছু স্বাভাবিক হলে তারপরই ভর্তি পরীক্ষার নতুন সময় সূচি দেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি/ প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ