লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৬ শিক্ষার্থী।
জেলা প্রাথমিক মনিটরিং (উপবৃত্তি) অফিসার মো. নুরুল করিম বাংলানিউজকে জানান, এ বছর জেলার পাঁচ উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১২ হাজার ৮৯৫ জন ছাত্র ও ১৬ হাজার ৪৮২ ছাত্রী অংশ নিয়েছিল।
তিনি আরও জানান, সদর উপজেলায় ৩৭১ ছাত্র ও ৪৩১ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া রামগতি উপজেলা থেকে ৭৩ ছাত্র ও ৬১ জন ছাত্রী, রায়পুর উপজেলা থেকে ৯৪ ছাত্র ও ১০৪ ছাত্রী, রামগঞ্জ উপজেলা থেকে ২৩৫ ছাত্র ও ৪১৮ ছাত্রী এবং কমলনগর উপজেলা থেকে ৫২ ছাত্র ও ৬৭ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
বাংলদশে সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর