ঢাকা: ভারত সরকারের আমন্ত্রণে এই প্রথমবারের মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে উপচার্যের একটি প্রতিনিধিদল ভারত সফর করেছেন। তাঁরা ১৪ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ভারত সফর করেন।
এ সফরের লক্ষ্য হচ্ছে- ভারত ও বাংলাদেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা ও সংশিষ্ট বিষয়ে মতামত বিনিময় করে ঘনিষ্ট সম্পর্কস্থাপন। দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ এ সফর করলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে বুধবার বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের একটি প্রতিনিধি দেখা করেন।
এছাড়াও প্রতিনিধি দলটি নির্ধারিত নয়াদিল্লি, কলকাতা ও আগ্রাসহ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট-এর মতো শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সফর করেন।
এছাড়াও দলটি কেন্দ্রীয় মন্ত্রী, মানবসম্পদ উন্নয়ন, গ্রান্ট কমিশনসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আইউব), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট), সাউথইস্ট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ এ সফর করলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন