রাজশাহী: অবরোধ হরতাল চললেও নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই রাজশাহীতে ‘বই উৎসব’ এর আয়োজন করা হচ্ছে। ওই দিন নতুন বই হাতে মেতে উঠবে শিক্ষার্থীরা।
মহানগরীসহ রাজশাহীর ৯টি উপজেলায় মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) দাখিল, এবতেদায়ী, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং প্রাথমিক পর্যায়ের বই পাওয়া যাবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে বেশির ভাগ বিদ্যালয়ে বই পৌঁছে গেছে।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিসা বেগম জানান, জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর নতুন কারিকুলামে ২০১৪ শিক্ষাবর্ষের নতুন বই মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এবার জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে ৩০ লাখ ৭ হাজার ৫০১ কপি। প্রাথমিক পর্যায়ে কত বইয়ের চাহিদা ছিল তা জানাতে না পারলেও চাহিদা মতো বই ইতোমধ্যেই বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে বলে জানান ওই জেলা শিক্ষা কর্মকর্তা।
এবার রাজশাহী জেলায় মাধ্যমিকে চাহিদা ২৪ লাখ ৪৫ হাজার ১৩৩ কপির, দাখিলে ২ লাখ ৪৯ হাজার ২০৩ কপি, এবতেদায়ীতে ১ লাখ ৭৬ হাজার ৬৭৫ কপি, এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৪৯০ কপি। ইতোমধ্যেই এ পুস্তকের বেশিরভাগ অংশ পৌঁছে গেছে বিদ্যালয়গুলোতে। মাধ্যমিকের শতভাগ বই উপজেলা শিক্ষা অফিসগুলোর মাধ্যমে স্ব-স্ব বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে। ইতোমধ্যেই অনেক স্কুলে বই সরবরাহ শুরু করা হয়ে গেছে।
রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, নতুন বই ইতোমধ্যেই বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। অবরোধের কারণে প্রথমে কিছুটা সমস্যা মধ্যে পড়তে হয়েছিলো। কিন্তু সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। সে কারণে অনেক আগেই বই বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে।
এছাড়া এবতেদায়ী, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে পাঠ্যবই বিদ্যালয়গুলোতে পৌঁছেছে বলে জানান, পবার নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভো.) বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট আবদুল হান্নান চৌধুরী।
তিনি বলেন, নতুন বই অনেক আগেই পেয়েছেন। আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর