পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা বলেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এছাড়া ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানান।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি ও সোহেলুর রহমান, নিউজরুম এডিটর