শাবিপ্রবি: বিরোধী দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের পর বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় দু’একটি বিভাগ ব্যতীত কোনো বিভোগে ক্লাস হয়নি।
বৃহস্পতিবার দেখা গেছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি সামান্য।
এছাড়াও বিভিন্ন বিভাগের অফিস সহকারীদের দেওয়া তথ্য মতে, শিক্ষকদের উপস্থিতি থাকলেও তারা শিক্ষার্থী না থাকায় ক্লাস নিতে পারছেন না।
এদিকে লাগাতার অবরোধ এবং সহিংসতার কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিরাপত্তাহীনতার কারণে ক্যাম্পাস ছেড়েছে।
সাম্প্রতিককালে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল এবং বিরোধী ছাত্রসংগঠনগুলোর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় পনের’শ আবাসিক হলগুলো শূণ্য পড়ে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন