ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অষ্টগ্রামে ৪০ ভাগ শিক্ষার্থীর বই না পাওয়ার আশঙ্কা

হাওরাঞ্চল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
অষ্টগ্রামে ৪০ ভাগ শিক্ষার্থীর বই না পাওয়ার আশঙ্কা

কিশোরগঞ্জ: জানুয়ারিতে প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার কথা থাকলেও হরতাল-অবরোধ আর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার প্রাথমিক স্কুলগুলোর সব শিক্ষার্থীদের সময়মতো বই না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অষ্টগ্রাম উপজেলা শিক্ষা অফিস স‍ূত্রে জানা গেছে, এ বছর হাওর উপজেলা অষ্টগ্রামের ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩৬ হাজার ৯ শিক্ষার্থীর বইয়ের চাহিদা তালিকা গত মার্চ মাসে জেলা শিক্ষা অফিসের কাছে পাঠানো হয়।



সে অনুযায়ী ৫ম শ্রেণীর গণিত, দ্বিতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি আংশিক ও সব শ্রেণীর ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম বই ছাড়া ১৬ ডিসেম্বর প্রথম দফায় বাকি বইগুলো ইতিমধ্যে বিভিন্ন বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

সূত্র আরও  জানায়, দেশে রাজনৈতিক প্রতিকূল পরিবেশের কারণে সময়মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যাচ্ছে না। যোগাযোগের পরিবেশ স্বাভাবিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তায় সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অন্যদিকে, উপজেলার ৭টি কিন্ডার গার্ডেনের কোনো বই এখনও উপজেলা শিক্ষা অফিসে এসে পৌঁছেনি।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা শিক্ষা অফিসার মো. আফতাব উদ্দিন বাংলানিউজকে জানান, উপজেলার সব বিদ্যালয়ের ৬০ ভাগ শিক্ষার্থীর জন্য প্রথম দফায় প্রাপ্ত বই আমরা বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছি। বাকি বইগুলো দ্রুত পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি ও সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ