খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
ভর্তি কার্যক্রম শুরুর প্রথম দিনে মেধা তালিকার ১- ৪০০ পর্যন্ত শিক্ষার্থীদের সনদপত্র যাচাই ও জমা রাখা, বিভাগ পছন্দের ফরম বিতরণ ও জমা নেওয়া এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ভর্তি কার্যক্রম পরিদর্শনকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের প্রথম টার্মের ছাত্রদের ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখ ২৪ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার সকাল ১০টায় নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা:জনি সাহা, নিউজরুম এডিটর