ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সব স্কুলে পৌঁছে গেছে পাঠ্যবই

আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সব স্কুলে পৌঁছে গেছে পাঠ্যবই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ছবি)

ঢাকা: আগামী ২ জানুয়ারি সারাদেশে একযোগে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করবে সরকার। এ লক্ষে দেশের প্রতিটি বিদ্যালয়ে বই পৌঁছে দেওয়াসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।



শনিবার দেশের প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে যোগাযোগ করা হলে নির্দিষ্ট দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন।
 
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৬৭২ জন শিক্ষার্থীর মাঝে ২৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৯৩৮টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
 
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য জেলার মতো দেশের প্রত্যন্ত অঞ্চলের জেলা গুলোতে সকল শ্রেণির পাঠ্যবই পৌঁছে গেছে।

শিক্ষকরা আশা করছেন, শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত সময় অনুযায়ী আগামী ২ জানুয়ারি তারা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারবেন।
 
পঞ্চগড়ের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুল হক বাংলানিউজকে বলেন, আমাদের উপজেলায় ১৫ দিন আগেই সকল শ্রেণির পাঠ্যবই পৌঁছে গেছে। এছাড়া গত ১১, ১২, ১৩ ডিসেম্বর উপজেলা প্রশাসনের মাধ্যমে সকল বিদ্যালয়ে পাঠ্যবই পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়েই আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে পারবো।

পঞ্চগড় বি পি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মজিরুল হক ও সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, আমরা প্রায় ৯৫ শতাংশ বই পেয়ে গেছি। বাকি ৫ শতাংশ বই নির্দিষ্ট সময়ের আগেই পেয়ে যাবো বলে আশা রাখি।
 
সাতক্ষীরার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাংলানিজকে বলেন, আমরা ৫ম শ্রেণি পর্যন্ত সব বই পেয়ে গেছি। এখন পর্যন্ত বই না পাওয়ার ব্যাপারে জেলার কোনো স্থান থেকে অভিযোগ পাইনি। আশা করছি আগামী ২ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারবো।

ভোলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল হক বাংলানিউজকে বলেন, আমরা ৮ম শ্রেণি পর্যন্ত সকল বই পেয়েছি। ৯ম শ্রেণির কয়েকটি বই পেতে বাকি আছে। তবে শুনেছি সেগুলো উপজেলায় পৌঁছে গেছে। আশাকরি নির্দিষ্ট সময়েই আমরা বই বিতরণ করতে পারবো।
 
পার্বত্য জেলা বান্দরবনের কালেক্টরেট স্কুলের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হক বাংলানিউজকে জানান, আমাদের অল্প কিছু বই পেতে বাকি আছে। আশা করি সেগুলো দ্রুত পেয়ে যাবো।
 
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান শফিকুর রহমান বাংলানিউজকে বলেন, নির্দ্দিষ্ট সময়ে পাঠ্যবই বিতরণের সকল প্রস্তুতি ইতোমধ্যেই আমরা সম্পন্ন করেছি। ২ জানুয়ারি শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: ‍অনীক তরফদার, নিউজরুম এডিটর,সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ