ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৯১.১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
জেএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৯১.১৫

সিলেট: সিলেট শিক্ষাবোর্ডে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯১.১৫। গতবছরের তুলনায় ফলাফলের সব সূচকই বৃদ্ধি পেয়েছে।

পাশাপাশি বেড়েছে জিপিএ- ৫ প্রাপ্তির সংখ্যাও।

ছেলেদের পাসের হার ৯১.৫৭ ও মেয়েদের পাসের হার ৯০.৮৩।

এ শিক্ষাবোর্ডে এবারও জেএসসি পরীক্ষায় প্রথমস্থান অর্জন করেছে সিলেট ক্যাডেট কলেজ, দ্বিতীয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, চতুর্থ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং ৫ম হয়েছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ।

রোববার বেলা সাড়ে ১১টায় বাংলানিউজকে সিলেট শিক্ষাবোর্ডের এ ফলাফলের বিষয়ে জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান।

তিনি বলেন, ঐচ্ছিক বিষয়ের নম্বর মূল বিষয়ের সঙ্গে যোগ হওয়ায় এবার জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। শিক্ষাবোর্ডের সার্বিক ফলাফল চিত্রে সব সূচকে এগিয়ে গেছে সিলেট শিক্ষাবোর্ড।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ