যশোর: যশোর শিক্ষাবোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) সেরা-২০ এর তালিকায় প্রথম স্থান অধিকার করেছে গত বছরের চতুর্থ স্থানে থাকা খুলনার করনেশন সেকেন্ডারি গার্লস স্কুল। গত বছরের শীর্ষে থাকা ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবার দ্বিতীয় স্থান দখল করেছে।
শীর্ষ ২০টি স্কুলের মধ্যে এবছর ৫টি বালিকা বিদ্যালয় রয়েছে। তবে গতবছর শীর্ষ তালিকায় ৮টি বালিকা বিদ্যালয় স্থান পেয়ে চমক সৃষ্টি করেছিল।
২০১৩ সালের সেরা-২০ স্কুলের তালিকায় প্রথম স্থান অধিকারী খুলনার সরকারি করনেশন সেকেন্ডারি গার্লস স্কুল থেকে এবার ২৯৯ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬৭ জন শিক্ষার্থী। গত বছর এ স্কুলের ২৯৯ জনের সবাই পাস করেছিল। তবে এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১৭২ জন।
দ্বিতীয় স্থানে থাকা ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছে। তবে গতবছর প্রথম স্থানে থাকলেও শীর্ষ স্থান ধরে রাখতে পারেনি স্কুলটি।
তৃতীয় স্থান অর্জনকারী খুলনা জিলা স্কুলের ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯০ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে ৩১৩ জিপিএ-৫ পেয়েছে।
চতুর্থ স্থানে থাকা যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন।
পঞ্চম স্থানে থাকা খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুলের ৭৩ জনের মধ্যে ৭২ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
৬ষ্ঠ স্থানে থাকা যশোর জিলা স্কুলের ২৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৮ উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন।
৭ম স্থানে থাকা কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬২ উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭১ জন।
৮ম স্থানে থাকা যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের ২৪০জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৯ জন পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন।
৯ম স্থানে থাকা কুষ্টিয়া জিলা স্কুল ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৯ জন পাস করেছে। এই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন।
১০ম স্থানে থাকা খুলনার এসওএস হারমান জিমিনার স্কুলের ৪৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।
এছাড়া একাদশ স্থানে যশোর দাউদ পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, দ্বাদশ খুলনা পাবলিক কলেজ, ১৩তম খুলনা সরকারি বালিকা বিদ্যালয়, ১৪তম যশোরের শেখ আকিজ উদ্দিন হাই স্কুল, ১৫তম সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়, ১৬তম সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৭তম যশোর বিএএফ শাহীন কলেজ, ১৮তম খুলনার ক্যান্টনমেন্ট পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, ১৯তম কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় ও ২০তম স্থানে রয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর