রংপুর: জেএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে ৩৫৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৪৩ জন।
এছাড়া বোর্ডে সপ্তম হয়েছে রংপুর আইডিয়াল পাবলিক স্কুল। এ বিদ্যালয় থেকে ৫০ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এরমধ্যে ৪৮ জনই জিপিএ-৫ পেয়েছে। ৫০ জন পরীক্ষা দিয়ে ৫০ জনই জিপিএ-৫ পেয়ে অষ্টম অবস্থানে রযেছে রংপুর ক্যাডেট কলেজ।
দশমস্থান অধিকার করেছে রংপুর জিলা স্কুল। এ বিদ্যালয় থেকে ২২৮ জন পরীক্ষা দিয়ে ১৯০ জনই জিপিএ-৫ পেয়েছে।
রংপুর মিলেনিয়ার স্টার স্কুল ও কলেজ এবার ১১তম অবস্থানে রয়েছে। এ বিদ্যালয় থেকে ৯০ জন পরীক্ষা দিয়ে ৮৩ জনই জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবস্থান ১৩তম। এ বিদ্যালয় থেকে ২৬০ জন পীরক্ষায় অংশ নিয়ে ১৯২ জনই জিপিএ-৫ পেয়েছে। আর ১৮তম অবস্থানে রয়েছে রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজ। এ বিদ্যালয়ে ২২৯ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫৫ জন। পাসের হার শতভাগ।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর