মেহেরপুর: মেহেরপুরে স্কুলের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৮৭ দশমিক ৮৭ ভাগ ও ৯৭ দশমিক ৯৯ ভাগ।
এ বছর জেলায় ৭ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬ হাজার ৬৯৩ জন পাস করেছে।
এদিকে, এবার জেলার গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
এছাড়া গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে ৪১ জন জিপিএ-৫, মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৩৭ জন জিপিএ-৫, গাংনীর কসবা-ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১ জন জিপিএ-৫, কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন জিপিএ-৫, বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০ জন জিপিএ-৫ পেয়ে জেলার শীর্ষে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর