ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বোর্ড সেরা তানজিমুল উম্মাহ ক্যাডেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
বোর্ড সেরা তানজিমুল উম্মাহ ক্যাডেট ছবি: সংগৃহীত

ঢাকা: জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির হার, পাশের হার, নিবন্ধিত শিক্ষার্থী, অংশগ্রহণকারীসহ ৫টি মানদণ্ডের ভিত্তিতে সেরা মাদ্রাসার তালিকা তৈরি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

রোববার দুপুরে সচিবালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।



প্রকাশিত তালিকা অনুযায়ী সেরা দশটি মাদ্রাসার মধ্যে শীর্ষ স্থান দখল করেছে ঢাকার উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। এ মাদ্রাসায় ১৪৮ জন পরীক্ষার্থীই উত্তীর্ণ। জিপিএ- ৫ পেয়েছে ১১৮ জন।

ফলাফলের ভিত্তিতে বাকি নয়টি মাদ্রাসাগুলো হলো- ঢাকার ডেমরার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। ২২৪ জন শিক্ষার্থীর মধ্যে ২২২ জন উত্তীর্ণ। এরমধ্যে জিপিএ- ৫ পেয়েছে ১৬৪ জন ।

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা ২৭০ জন শিক্ষার্থীর মধ্যে ২৬৮ উত্তীর্ণ হয়ে তৃতীয় অবস্থান লাভ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন।

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মহিলা শাখা চতুর্থ অবস্থান লাভ করেছে। এই প্রতিষ্ঠানে ৬৭ জন শিক্ষার্থীর মধ্যে ৬৬ জন উত্তীর্ণ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।

রংপুরের ধাপ সাতগড়া বায়তুল মোকাররম দাখিল মাদ্রাসা ৯১ জনের মধ্যে ৮৮ জন পাশ করে পঞ্চম অবস্থান লাভ করে। জিপিএ- ৫ পেয়েছে ৬৪ জন।

চট্রগ্রামের জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মহিলা দাখিল মাদ্রাসা ৬ষ্ঠ স্থান লাভ করে।

সপ্তমস্থানে পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা, অষ্টম স্থানে নরসিংদীর জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা মহিলা শাখা, নবমস্থানে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী শাখা এবং দশম স্থান লাভ করে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: অনিক তরফদার নিউজরুম এডিটর, সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ