ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৫৭টি প্রতিষ্ঠানে পাশের হার শূন্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩

ঢাকা: জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে যেসব প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করেননি (শূন্য পাশ), এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭টি। গত বছর এ সংখ্যা ছিল ৮৫টি।



এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৪২০টি প্রতিষ্ঠান।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডে ১ হাজার ৭২০টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৩টি শূন্য পাস প্রতিষ্ঠান রয়েছে।

সবচেয়ে বেশি শূন্য পাশ প্রতিষ্ঠান দিনাজপুরে, ১৬টি। কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেটে কোনো শূন্য পাশ প্রতিষ্ঠান নেই।

অন্যদিকে মাদরাসা বোর্ডের ৭০০ প্রতিষ্ঠানের মধ্যে ২৪টি শূন্য পাশ প্রতিষ্ঠান।

২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার। পূর্বের সব ফলাফলকে মলিন করে দিয়ে এবার রেকর্ড সাফল্য ছিনিয়ে এনেছে শিক্ষার্থীরা। এবার জেএসসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ। ২০১২ সালে পাশের হার ছিল ৮৬ দশমিক ৯৭ শতাংশ। এ বছর গত বছরের চেয়ে ২ দশমিক ৯৭ শতাংশ বেশি পাশের হার।

গতবারের চেয়ে এবারে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৭৩ হাজার ৪০৪ জন বেড়েছে। এ বছর মোট পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন।

জিপিএ-৫ প্রাপ্তিতেও রেকর্ড করেছে শিক্ষার্থীরা। এবছর জিপিএ-৫ পেয়েছে ১লাখ ৭২ হাজার ২০৮ জন। যা গত বছর ছিল ৪৬ হাজার ৯৪২ জন শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ বেড়েছে ১ লাখ ২৫ হাজার ২৬৬ জন। গতবছরের তুলনায় সকল বোর্ডেই পাশের হার বেশি।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ