ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে মেধা তালিকায় বগুড়ার ৮ স্কুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
রাজশাহী বোর্ডে মেধা তালিকায় বগুড়ার ৮ স্কুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডে মেধা তালিকার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আটটিই বগুড়ার। এ আটটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ১ হাজার ৩২৮ জন শিক্ষার্থী।



রোববার বিকেলে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনসহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধানরা বাংলানিউজকে এ তথ্য জানান।

জানা গেছে, রাজশাহী বোর্ডে জেএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুল থেকে অংশ নেওয়া ২৯১ জন শিক্ষার্থীর মধ্যে ২৮৭ জনই জিপিএ-৫ পেয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া জিলা স্কুল।   এ প্রতিষ্ঠানের ২৫৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৫ জন। তৃতীয় স্থান দখল করেছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ২৩৯ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩৬ শিক্ষার্থী।

একই ভাবে চতুর্থ হয়েছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। এখানে ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫১ জন। ২৩৭ জন পরীক্ষা দিয়ে ২২১ জন জিপিএ-৫ পেয়ে ৫ম স্থানে রয়েছে বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া, রাজশাহী বোর্ডের মধ্যে ১২তম স্থান অর্জন করেছে জেলার দুপচাঁচিয়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল। এ স্কুলের ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। বোর্ডে ১৬তম স্থান অর্জন করেছে শেরপুর উপজেলাধীন পল্লী উন্নয়ন ল্যাবরেটরী (আরডিএ) স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানে ১৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৯ জন জিপিএ-৫ পেয়েছে।

বোর্ডে ১৯তম স্থান অর্জন করেছে এসওএস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুলের ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩    
সম্পাদনা: মিলিতা বাড়ৈ ও কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ