ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে রয়েছে।

রোববার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সিলেট শিক্ষা বোর্ডেরে অধীনে মোট ৫ হাজার ৭৪৮জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদের মধ্যে ৩ হাজার ৬৫ জনই মেয়ে।

তাদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪২৮ জন, হবিগঞ্জ জেলায় ৫৩৮ জন, সুনামগঞ্জ জেলায় ৩১০ জন ও মৌলভীবাজার জেলায় ৭৮৯ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে এ চারটি জেলায় মোট ২হাজার ৬৮৩ জন ছেলে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম, এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ