লক্ষ্মীপুর: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) লক্ষ্মীপুরে প্রথম হয়েছে সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। এখানে জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন।
জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৮জন পরীক্ষার্থী। এছাড়া ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।
জানা গেছে, সদর উপজেলায় এবার ৬ হাজার ৬৪৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৪০৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়।
উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬৭ জন।
এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। ৫২জন জিপিএ-৫ পেয়ে ৩য় স্থানে রয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়।
এছাড়া সদর উপজেলায় ৩২ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা।
রামগঞ্জ উপজেলায় ৩ হাজার ৪৫৪ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১০৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৯৫জন। শতভাগ পাস করেছে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান। ৪২জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম হয়েছে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়।
রায়পুর উপজেলায় মোট ২ হাজার ৮২৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ২ হাজার ২৯২ জন শিক্ষার্থী পাস করে। উপজেলায় মোট ৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। ৪টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। উপজেলায় প্রথম স্থান অর্জন করে রায়পুর মার্চ্চেন্টস্ একাডেমি।
কমলনগর উপজেলায় জিপিএ-৫পেয়েছে ২৬ জন। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।
এ ছাড়া রামগতি উপজেলায় ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: মিলিতা বাড়ৈ ও কবির হোসেন, নিউজরুম এডিটর