সুনামগঞ্জ: সুনামগঞ্জে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) পাসের হার ৯৬ দশমিক ২৯ শতাংশ এবং এবতেদায়িতে পাসের হার ৯২ দশমিক ০৯ শতাংশ।
সোমবার সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে পিএসসি ও এবতেদায়ি পরীক্ষার ফলাফল।
জেলার ১১টি উপজেলায় মোট ৪০ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নেয়। এতে পাস করেছে ৩৯ হাজার ১৫৫ পরীক্ষার্থী।
এর মধ্যে ৫১০ জন ছাত্র ও ৫০৪ জন ছাত্রীসহ মোট ১০ হাজার ১৪ জন জিপিএ-৫ পেয়েছে।
এবতেদায়িতে মোট চার হাজার ৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পাস করেছে তিন হাজার ৭০৯ জন। এর মধ্যে ১১ জন ছাত্র ও চার ছাত্রীসহ মোট ১৪ জন জিপিএ-৫ পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: আয়শা আক্তার তৃষ্ণা, নিউজরুম এডিটর/ শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর