ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে ভাল করেছে মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
প্রাথমিকে ভাল করেছে মেয়েরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাসের হার ও সংখ্যা দুই দিক থেকেই ছেলেদের থেকে ভাল করেছে মেয়েরা।

এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় মোট পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ।



এর মধ্যে ছেলেরা মোট পাসের হারের ৪৫ দশমিক ৮৭ শতাংশ আর মেয়েরা ৫৪ দশমিক ১৩ শতাংশ দখল করেছে। অর্থাৎ ছেলেদের থেকে মেয়েদের পাসের হার প্রায় ১০  শতাংশ বেশি।

সোমবার ঘোষিত ফল থেকে জানা গেছে, মোট ২৪ লাখ ৮৩ হাজার ১৪২ জন শিক্ষার্থী দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় সকল বিষয়ে পাস করেছে।

এর মধ্যে ছেলের সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার ৮৯৮। অপরদিকে, ১৩ লাখ ৪৪ হাজার ২৪৪ জন মেয়ে পাস করেছে।

ফল পর্যালোচনা করে জানা গেছে, এবার মোট জিপিএ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৬১ জন শিক্ষার্থী। মোট পাসের ৯ দশমিক ৭ শতাংশ।

জানা গেছে, জিপিএ-৫ পাওয়ার সংখ্যার দিক থেকে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে।

এবারের পরীক্ষায় মোট ১ লাখ ২৭ হাজার ৭৮৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। আর ছেলেদের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১৭৬ জন। অর্থাৎ প্রায় ১৪ হাজার বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পদনা: খুররম জামান, ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ