ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে টিটিটিআই এর শাখা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪

ঢাকা: নীলফামারী জেলার সৈয়দপুরে কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) সৈয়দপুর শাখার উদ্বোধন হয়েছে।

বুধবার এ শাখার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং(জিওসি) এবং এরিয়া কমান্ডার (রংপুর) মেজর জেনারেল সালাহ্ উদ্দিন মিয়াজী, পিএসসি।



সৈয়দপুর সেনানিবাসের পাশে অবস্থিত এ প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ড্রাইভিং কাম অটো মেকানিক্স, কম্পিউটার অফিস এপ্লিকেশন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এবং রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং এই চারটি পেশায় ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে।

ইতোমধ্যেই এসব কোর্সে মোট ১১০ জন প্রশিক্ষণার্থী নিবন্ধন করেছেন। কোর্সসমূহের ক্লাস আগামী ০৭ জানুয়ারি ২০১৪ তারিখ হতে শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণার্থীরা এই প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ব্যক্তিগত ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, আত্মকর্মসংস্থান ও দারিদ্র্যমুক্তির জন্য কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামরিক বাহিনীর অবসরগামী সদস্যদের পুনর্বাসন এবং দেশের বেকার ও অদক্ষ জনবলকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বেকারত্ব নিরসন এবং আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংকের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় বিগত ২০০৯ সালের ০১ জুন গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ক্যাম্পাসে স্থাপিত হয় টিটিটিআই।

পরবর্তীতে বিভিন্ন সেনানিবাসে টিটিটিআই প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের উত্তরাঞ্চলের যুব সমাজের সুবিধার্থে সৈয়দপুরে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলো। প্রতিষ্ঠানটি অলাভজনক এবং এখানে প্রশিক্ষণার্থীরা স্বল্প টিউশন ফি’র বিনিময়ে প্রশিক্ষণ গ্রহণের সুবিধা পাবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শাখার সহকারী পরিচালক নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ