রাজশাহী: নতুন বছরে নতুন বইয়ের সুগন্ধ চারিদিকে। শিক্ষাবর্ষের প্রথম দিনে ‘বই উৎসবে’ মেতে উঠেছে শিক্ষার্থীরা।
এ বছর মহানগরসহ রাজশাহীর ৯টি উপজেলায় মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) দাখিল, এবতেদায়ী, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং প্রাথমিক পর্যায়ের বই বিতরণ করা হয়েছে।
রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর নতুন কারিকুলামে ২০১৪ শিক্ষাবর্ষের বই মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট পাঠ্যবই বিতরণ করা হয়েছে ৩০ লাখ ৭ হাজার ৫০১ কপি। প্রাথমিকে বই বিতরণ করা হয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৫৪৪ কপি।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন চৌধুরী।
রাজশাহীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে চাহিদা মোতাবেক বই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাফিসা বেগম। এবতেদায়ী পর্যায়ে ১ লাখ ৭৬ হাজার ৬৭৫ কপি এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৪৯০ কপি বই বিতরণ করা হয়েছে।
রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, নতুন বই বিতরণ করা হয়েছে। অবরোধের কারণে প্রথমে কিছুটা সমস্যা মধ্যে পড়তে হয়েছিলো। কিন্তু সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। সে কারণে অনেক আগেই বই বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)