জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আরাফাত নোমানকে সভাপতি ও মুনিয়া ইসলাম মজুমদারকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (জেইউডিএস) ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ২০১৪ সালের ১ জানুয়ারি উপলক্ষে ‘প্রজন্ম আড্ডা’ অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক আহমেদ রেজা এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অনিন্দ্য সাইমুম ইমন, সহ-সাধারণ সম্পাদক রওশন জামাল মিলন ও রাশেদুর রহমান রাশিব, সাংগঠনিক সম্পাদক মোল্লা শামছুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম জাকারিয়া, অনুষ্ঠান সম্পাদক জাহিদ হাসান ও তাবাসসুম ফারহা জুঁই, দপ্তর সম্পাদক নাজিয়া ফেরদৌস, সহ-দপ্তর সম্পাদক সাজেদুল ইসলাম খান, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-অর্থ সম্পাদক ইসমাইল মোর্শেদ, প্রকাশনা সম্পাদক তাওহীদুর রহমান, সহ-প্রকাশনা সম্পাদক ফাহিম ফয়সাল সজীব, যোগাযোগ সম্পাদক (অভ্যন্তরীণ) সাদ্দাম হোসেন, যোগাযোগ সম্পাদক(বহিঃ) নাহিদ ইসলাম জয় ও ওয়ালিউল্লাহ বাশার সজীব, তথ্য-প্রযুক্তি সম্পাদক উজ্জ্বল হোসেন, সহ-তথ্য-প্রযুক্তি সম্পাদক রিদওয়ান আহমেদ রাফি, বিতর্ক সেশন সমন্বয়ক(বাংলা) এ বি এম আল মমিন, বিতর্ক সেশন সমন্বয়ক(ইংরেজি) আয়েশা বিনতে তৌহিদ।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন শাহীনুর সেলিম সুজন, সারজামিন হাসান, শতাব্দী দাস, পাভেল রহমান, এহসানুর রহমান আবির, সাজ্জাদ হোসেন, জেবুন্নেসা জ্যোতি, আকিব মাহমুদ ও স্বাগতম সাহা নীল।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর