রাবি: ১১ দিনের শীতকালীন ছুটি শেষে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে।
সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস খুললেও আবাসিক হলগুলো মঙ্গলবার সকাল ৮টায় খুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৭ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারি ২০১৪ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।
রাবিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি। পঞ্চম দফা পেছানোর পর আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারিত আছে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর