বাকৃবি (ময়মনসিংহ): বিএনপিসহ ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল ও চলমান অনির্দিষ্টকালের অবরোধের কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ১ম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ওরিয়েন্টেশন ৮ জানুয়ারি (বুধবার) পরিবর্তে ১১ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে।
২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১২ জানুয়ারি (রোববার)।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এতে আরো উল্লেখ রয়েছে, দেশের সার্বিক অবস্থা ও শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে।
ভর্তি পরীক্ষা কমিটির ওই সভায় উপস্থিত ছিলেন- বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা, প্রক্টর অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান ও বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক বিভাগের এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) মো. সারওয়ার জাহান জানান, হরতাল ও অবরোধের কারণে বুধবার ওরিয়েন্টেশন অনুষ্ঠান বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাই ১১ জানুয়ারি ওরিয়েন্টেশনের দিন নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর