বগুড়া: সরকারের অতিরিক্ত অনুদান পাওয়ার আশায় নিজ স্কুলের আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ঐ শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বুধবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম বাদি হয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন।
দুপুরে শাজাহানপুর থানার ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজের কাছে মামলা হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
প্রসঙ্গত, বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারের অতিরিক্ত অনুদান পাওয়ার আশায় ৭ জানুয়ারি সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা হাতেনাতে ধরে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার পরপর সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর রহমানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময় :১৭৩২ ঘন্টা, ০৮ জানুয়ারি, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর