খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় অমর একুশে হল চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অমর একুশে হল টাইব্রেকারে ২-১ গোলে অপর ফাইনালিস্ট ড. এম এ রশীদ হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন অমর একুশে হলের দলনেতা মো. ইফতেখারুল ইসলাম। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ড. এম এ রশীদ হলের আশরাফুল। ফজলুল হক হল ফেয়ার প্লে ট্রফি জেতে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
এসময় কুয়েট ভাইস-চ্যান্সেলর ও পরিচালক (ছাত্র কল্যাণ) পরস্পরকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তৃতায় কুয়েট ভিসি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহপাঠক্রম কার্যক্রমগুলোও চালিয়ে যেতে হবে। এসময় এ প্রতিযোগিতা আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. ওসমান গনির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ড. এম এ রশীদ হলের দলনেতা সাইফুদ্দিন মো. তারেক, অমর একুশে হলের দলনেতা মো. ইফতেখারুল ইসলাম, ড. এম এ রশীদ হলের সহকারী প্রভোস্ট মো. আলমগীর হোসেন, অমর একুশে হলের সহকারী প্রভোস্ট ড. পল্লব কুমার চৌধুরী।
এ সময় বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ), বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলা ১০ ডিসেম্বর ২০১৩ এ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্র হলের খেলোয়াড়রা নিজ হলের পক্ষে এ প্রতিযোগিতায় অংশ নেন। টুর্নামেন্টে প্রতিটি হল প্রতিটি হলের সঙ্গে একবার করে মুখোমুখি হওয়ার মাধ্যমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল অমর একুশে হল ও ড. এম এ রশীদ হল ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
এমআরএম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর