ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা যথা সময়েই

স্টাফ করেসপন্ডেন্ট (মেডিকেল) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
এসএসসি পরীক্ষা যথা সময়েই নুরুল ইসলাম নাহিদ। ছবি:বাংলানিউজ (ফাইল ফটো)

ঢাকা: যথা সময়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার সকাল ১১টার দিকে সহিংসতায় অগ্নিদগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান।



নুরুল ইসলাম নাহিদ জনান, স্বাধীনতা বিরোধীদের সহিংসতায় দেশের মানুষ চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এরকম সহিংসতা আগে কখনো দেখা যায়নি। বার্ন ইউনিটের চিকিৎসকরা এসব অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। আশপাশে কোনো হাসপাতাল নেই যেখানে এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়।

তিনি বলেন, জামায়াত-শিবির এবং বিএনপি ক্ষমতার লোভে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। এসব হত্যার বিরুদ্ধে একদিন মামলা হবে। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

এএসসি পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যথা সময়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নুরুল ইসলাম নাহিদ জানান, এ পর্যন্ত ৫৩১টি স্কুল ও মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো সংস্কারের জন্য পুনরায় কাজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: অনিক তরফদার ও আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ