ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত, ক্লাসশুরু রোববার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার থেকে তাদের ক্লাস শুরু হবে।



শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাকৃবি রেজিস্ট্রার আবদুল খালেক, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল ওয়াদুদ এবং প্রক্টর অধ্যাপক ড. শহীদুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হয়ে তোমরা দেশের জন্য কাজ করবে, কৃষিকে সমৃদ্ধ করবে। বিশ্ববিদ্যালয়ে ভাল-খারাপ দুটো দিকই রয়েছে, ভাল দিকটাকে বেছে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ না হলেও একমাত্র বাকৃবিতেই ভর্তি কার্যক্রম শেষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীণ শিক্ষার্থীদের ১ম বর্ষের ক্লাস শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান, নিউজরুম এডিটর;এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ