ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
ইবিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ

ইবি (কুষ্টিয়া): কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আসন্ন ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রেস বার্তায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিছিল, মিটিং, পিকেটিং, মানববন্ধন, লিফলেট বিতরসহ সব প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

এছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগতদের প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরইমধ্যে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও আবাসিক হলগুলোকে প্রজ্ঞাপন জারি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
 
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলেও ওই প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে জানান, ভর্তি পরীক্ষা সামনে রেখে ক্যাম্পাসে যে কোনো প্রকার অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি বুঝে তা আবারো তুলে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ