ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবার এক আসনের বিপরীতে লড়ছেন ৩২ জন শিক্ষার্থী।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাদাত উল্লার সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের অধীনে এবার ৫০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ৯৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃষি অনুষদে ৩৫০, অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫টি আসন রয়েছে।
২৬ জানুয়ারি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ২৮ ও ২৯ জানুয়ারি মূল মেধা তালিকা থেকে ভর্তি এবং ৫ ফেব্রুয়ারি ক্লাশ শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাধারণ জ্ঞান, ইংরেজি এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়গুলোর উপর এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd তে পাওয়া যাবে।
এর আগে হরতাল-অবরোধের কারণে প্রথমবার ২৯ নভেম্বর থেকে পিছিয়ে ১৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। কিন্ত্র একই কারণে আবারও ভর্তি পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/জেডএস