সিলেট: সিলেটে সদ্য প্রতিষ্ঠিত পার্ক ভিউ মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছে।
সোমবার নগরীর তেলিহাওর এলাকায় পার্ক ভিউ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে কলেজের ১ম ব্যাচের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের পরিচিতি (অরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভুঁইয়া বলেন, শুধু মুখস্থ পড়াশুনায় নিজেদেরকে সীমাবদ্ধ রাখলে চলবে না। দক্ষ ডাক্তার হিসেবে গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে এবং মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে।
পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিরঞ্জন কুমার পালের সভাপতিত্বে এবং ডা. মো. আজিজুর রহমান রোমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্সের ডিন অধ্যাপক তাজুল আহমদ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, বিএমএ সিলেট-এর সভাপতি ডা. রুকন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, পার্ক ভিউ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালক ডা. বদরুল হক রোকন ও চেয়ারম্যান ডা. এম এ হাই।
এছাড়া শিক্ষকদের পক্ষে পার্ক ভিউ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. অনুপ কুমার বিশ্বাস, অধ্যাপক বিধান চন্দ্র দেবনাথ এবং অভিভাবকদের পক্ষে ডা. সুব্রত ভৌমিক বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর, এসএস