ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি নীল দলের নির্বাচনী ইশতেহার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
জবি নীল দলের নির্বাচনী ইশতেহার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।

মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্বাচনের ইশতেহার প্রকাশ করা হয়।



নীল দলের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে দলের সাধারন সম্পাদক অধ্যাপক রেজাউল করীম ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকতা-কর্মচারীদের আবাসন সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্লাব প্রতিষ্ঠা, ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরি, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা ও পরিবহন খাতে বরাদ্দসহ ১৬ দফা পেশ করা হয়।

এ সময় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের মনোনীত সভাপতি পদ প্রার্থী সরকার আলী আক্কাস, সাধারণ সম্পাদক পদ প্রার্থী পরিমল বালা, কোষাধ্যক্ষ আলী নূর, সদস্য শেখ মাশরিক হাসান মেহেদীসহ ১৫ জনের কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘন্টা, ২৮ জানুয়ারি, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।