ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয়দিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৬০তম সিন্ডিকেট সভায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পরিবর্তে শুধুমাত্র শুক্রবার রাখার সিদ্ধান্ত হয় বলে সিন্ডিকেট সূত্রে জানা যায়।
সেশনজট নিরসন ও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে ১৮ জানুয়ারি থেকে আগামী ৩০ জুন ২০১৪ পর্যন্ত বিশ্ববিদ্যালয় সপ্তাহে ছয়দিন খোলা থাকবে।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক আশরাফ-উল আলম বাংলানিউজকে জানান, সিন্ডিকেট সভায় সবার মতামতের ভিত্তিতে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সব ধরনের যানবাহন পূর্ব নির্ধারিত রুট ও সময় অনুয়ায়ী চলাচল করবে বলে জানায় জবি প্রশাসন।
দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে পড়া জবি শিক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনা করে গত বছর ২০ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর