ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় হাইকমিশনের চেক বিতরণ

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় হাইকমিশনের চেক বিতরণ

ঢাকা: শিক্ষা প্রকল্পের আওতায় ঢাকা অঞ্চলের মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে ভারতীয় হাই কমিশন প্রদত্ত চলতি বছরের চেক শনিবার বিতরণ করা হয়েছে। ৩০ জন শিক্ষার্থীর মধ্যে এ চেক বিতরণ করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক।



গুলশান-১ এর ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরন এবং ব্রিগ্রেডিয়ার পি.সি. থিম্মাইয়া উপস্থিত ছিলেন।

ভারত গত কয়েক বছর ধরে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আন্ডারগ্রাজুয়েট ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত সন্তানদের মধ্যে এ বৃত্তি দিয়ে আসছে।

এ বৃত্তিমূলক প্রকল্পটি চালু করা হয় ২০০৬-২০০৭ শিক্ষা বছরে। এর আওতায় এ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৪ হাজার ৪৬২ এবং আন্ডার গ্রাজুয়েট ২ হাজার ৮০ জন শিক্ষার্থীর মধ্যে স্কলারশিপ দেওয়া হয়েছে।

এ স্কলারশিপ পেতে আগ্রহী বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তানদের কাছ থেকে প্রতি বছর সেপ্টেম্বর/অক্টোবর মাসে আবেদনপত্র আহবান করা হচ্ছে। এ বছর ১ হাজার ৩৬৪ জন শিক্ষাথীর মধ্যে স্কলারশিপ দেওয়া হবে।    

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।