ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু মেরিটাইম ভার্সিটিতে প্রথম ভিসি নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
বঙ্গবন্ধু মেরিটাইম ভার্সিটিতে প্রথম ভিসি নিয়োগ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথম উপাচার্য (ভিসি), নিবন্ধক এবং কোষাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর রিয়ার এডমিরাল এ এস এম বাতেন।



নিবন্ধক পদে কমডোর খন্দকার তৌফিকুজ্জামান এবং কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন কমডোর এএনএ রেজাউল হক।

রোববার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাদের নিয়োগ দেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উপাচার্য ও কোষাধ্যক্ষকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান সরকার চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

সংসদে পাস হওয়ার পর গত বছরের ২৬ অক্টোবর রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয় আইনে সম্মতি দেন।

নিরাপদ জাহাজ চলাচল ব্যবস্থাপনা ও প্রশাসন, নৌ-প্রকৌশল ও প্রযুক্তি, ওশ্যানোগ্রাফি, আন্তর্জাতিক মেরিটাইম আইন ইত্যাদি বিষয়ে স্নাতক ও স্নতকোত্তর পর্যায়ে শিক্ষাদান এবং গবেষণা হবে এই বিশ্ববিদ্যালয়ে।

বাংলাদেশ মেরিন একোডেমির অব্যবহৃত ৩৫ একর জায়গায় দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি হবে দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়।

এখান থেকে মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন ‘ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স’ ডিগ্রি দেওয়া হবে, যা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।