কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের আহ্বায়কসহ ছাত্রলীগ ও ছাত্রদলের ২০৭ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
রোববার সকালে সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) খাদেমুল বাহার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় কুবির ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমসহ সাতজনের নাম উল্লেখ করে ছাত্রলীগ ও ছাত্রদলের অজ্ঞাত আরো ২শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরা সবাই কুবির শিক্ষার্থী।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত দুপুরে বাংলানিউজকে জানান, পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
শনিবার বিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য বিকেল সাড়ে ৩টা থেকে কুবির প্রধান ফটকের সামনে কুবি ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশ ১০/১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর পর বিকেল পৌনে ৫টার দিকে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি-সোঠা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হলে পুলিশ প্রায় ৩০/৪০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় জীবন নামে কুবির এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধসহ উভয়পক্ষের নয়জন আহত হয়। এ ঘটনার কিছুক্ষণ পরেই কুবি ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর