ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আলোকচিত্র প্রদর্শনী

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
জবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আলোকচিত্র প্রদর্শনী

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের তিন দশক পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী করেছে।

 রোববার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।



প্রদর্শনীতে ব্রিটিশবিরোধী আন্দেলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থার ধারা, বাণিজ্যকীকরণ ও দাবি দাওয়া নিয়ে সংঘঠিত আন্দোলনের চিত্র স্থান পায়।

এছাড়া সাম্প্রতিক সময়ের সহিংসতার বিরুদ্ধে সংঘঠিত আন্দোলন, বিভিন্ন বিখ্যাত মনীষীর উক্তি সংবলিত চিত্র তুলে ধরা হয়।

এই সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মেহরাব আজাদ, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার সরকারসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।