রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগে চালু হওয়া সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সকালে সাড়ে ১১টার দিকে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ফোকলোর বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বখশি, ইতিহাস বিভাগের সুমন অগাস্টিন সরেন, সামাজকর্ম বিভাগের আব্দুল্লাহ আল মুয়িজ, নৃ-বিজ্ঞান বিভাগের আলমগীর হোসেন সুজন, সমাজকর্ম বিভাগের উৎসব মোসাদ্দেক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবিনা ইয়াসমিন, রাকিব সোহান প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এভাবে বেরসকারি বিশ্ববিদ্যালয়ের অনুকরণে কোর্স চালু করলে অচিরেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষারমান নিয়ে প্রশ্ন দেখা দেবে। মেধা বিকাশের এই প্রতিষ্ঠান ক্রমেই সনদ বিক্রির বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছ।
চলতি মাসে সামাজিক অনুষদ বিভাগের ৭টি বিভাগে সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্স চালুর সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরই ধারাবাহিকতায় বিভাগগুলোর উচ্চ টিউশন মূল্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামে প্রগতিশীল ধারার চারটি ছাত্র সংগঠন।
পরে সাধারণ শিক্ষার্থীরাও প্রগতিশীল ছাত্রজোটের সঙ্গে একত্র হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এর আগে বাণিজ্য অনুষদ ভুক্ত চারটি বিভাগে সান্ধ্যকালীন এমবিএ কোর্স চালু রয়েছে। ২০১০ সালে শিক্ষার্থীদের আন্দোলনের তোপে একবছর বন্ধ থাকলেও পরবর্তীতে ফের চালু করে কোর্সগুলো।
সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, বাংলা বিভাগের শিক্ষক সৌভিক রেজা।
এছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়েছেন রাবির প্রগতিশীল ছাত্রজোট, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়ে মানববন্ধন শেষ করেন শিক্ষার্থীরা।
পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩