ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে সান্ধ্য কোর্স বন্ধে ৭ দিনের আল্টিমেটাম

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
রাবিতে সান্ধ্য কোর্স বন্ধে ৭ দিনের আল্টিমেটাম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগে চালু থাকা সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেন তারা।



বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে শিক্ষার্থীরা সাতদিনের আল্টিমেটাম ঘোষণা করে জানায়, এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বখশি, ইতিহাস বিভাগের সুমন অগাস্টিন সরেন, সমাজকর্ম বিভাগের আব্দুল্লাহ আল মুয়িজ, নৃ-বিজ্ঞান বিভাগের আলমগীর হোসেন সুজন, সমাজকর্ম বিভাগের উৎসব মোসাদ্দেক, ইংরেজি বিভাগের রাকিব সোহান, সমাজকর্ম বিভাগের সেলিম, নৃবিজ্ঞান বিভাগের অনিক, বাংলা বিভাগের আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এদিকে, একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মাদ মিজানউদ্দিন বরাবর তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিসমূহ হলো, সমাজিক বিজ্ঞান ও কলা অনুষদের সব সান্ধ্য কোর্স বাতিল, বাণিজ্যিক ও আইন অনুষদে চলমান সান্ধ্য কোর্সে নতুন করে ভর্তি বন্ধ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বেতন-ফি বাড়ানো যাবে না।

অপরদিকে, সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, বাংলা বিভাগের শিক্ষক সৌভিক রেজা, রাবির প্রগতিশীল ছাত্রজোট, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।