ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে চালু হচ্ছে কৃষিভিত্তিক এফএম রেডিও

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
বাকৃবিতে চালু হচ্ছে কৃষিভিত্তিক এফএম রেডিও

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে বাংলাদেশ বেতারের অর্থায়নে চালু হতে যাচ্ছে ১০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কৃষিভিত্তিক এফএম রেডিও।

মঙ্গলবার সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে ক্যাম্পাসের বরাদ্দকরা জমিতে রেডিও স্টেশন স্থাপন সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল খালেক ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।



এতে আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের পরিচালক, বেতারের প্রধান প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ট্রেজারার এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ বেতারের অর্থায়নে পরিচালিত ‘ময়মনসিংহ ও গোপালগঞ্জে দু’টি স্বয়ংসম্পূর্ণ দশ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এফএম কোর কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ এলাকার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই রেডিও স্টেশন স্থাপন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ‘ঈশা খা’ হলের পাশে ১.৬ একর জমি ওই রেডিও স্টেশন স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রেডিও স্টেশনটিতে মূলত কৃষি সম্পর্কিত সংবাদ বিভাগ, অনুষ্ঠান বিভাগ ও প্রকৌশল বিভাগ নামে তিনটি বিভাগ চালু থাকবে। এতে প্রায় ৬৫ থেকে ৭০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন।

এখান থেকে বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত বিভিন্ন কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে তুলে ধরতে এবং এই অঞ্চলের কৃষকদের ভিন্ন সমস্যা সমাধানে প্রশ্ন-উত্তর পর্ব, বিশেষজ্ঞ গকেষকের মতামতসহ কৃষিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।

উপ প্রকল্প পরিচালক (সংশ্লিষ্ট এলাকা) মুহাম্মদ শরীফুজ্জামান সরকার জানান, প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ে ওই রেডিও স্টেশনটির কাজ এ বছরের জুন নাগাদ শুরু হয়ে ২০১৬ সালের জুনে নিমার্ণ কাজ সম্পন্ন করে সম্প্রচার শুরু সম্ভব হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক বলেন, ক্যাম্পাসে রেডিও স্টেশনটি স্থাপনের ফলে বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত আধুনিক প্রযুক্তিগুলো ময়মনসিংহ জেলার পার্শ্ববর্তী এলাকাগুলোতে দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।