ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের ২ বছর পূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
বেরোবিতে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের ২ বছর পূর্তি

রংপুর: নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের দুই বছর পূর্তি উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী র‌্যালিটির উদ্বোধন করেন।

এসময় বিভাগের শিক্ষক মো. হুমায়ুন কবীর, মো. দেলোয়ার হোসেন ও মীর তামান্না ছিদ্দিকা উপস্থিত ছিলেন।

র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগের হলরুমে এসে শেষ হয়। এসময় বিভাগের প্রতিষ্ঠা দিবসের কেক কাটা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষেও মঙ্গলবার ক্যাম্পাসে আনন্দ র‌্যালি বের করে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর নেতৃত্বে র‌্যালিটি ৩য় একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিভাগের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগের শিক্ষক মো. নজরুল ইসলাম, তাসনীম হুমাইদা, তাবিউর রহমান প্রধান ও নিয়ামুন নাহার এতে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।