ঢাকা বিশ্ববিদ্যালয়: বিতর্কে জয়লাভ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের ঐতিহ্য দীর্ঘদিনের। প্রতিযোগিতা মানেই চ্যাম্পিয়ন অথবা রানার আপ হয় ক্লাবটি।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় নটরডেম কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। একই প্রতিযোগিতায় এর আগে তারা হারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ও মুহসিন হল ডিবেটিং ক্লাব, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ আরো কয়েকটি দলকে।
এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৪০টি ক্লাব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি প্রো-ভিসি অধ্যাপক নাসরিন আহমেদ।
‘বাক স্বাধীনতার চর্চাই ধ্রুব’ এই বিষয়ের উপর বিতর্ক অনুষ্ঠিত হয়। সংসদীয় পদ্ধতির বিতর্কে সরকারী দলের হয়ে বিতর্ক করে কবি জসীম উদ্দীন হলের তিন তুখোড় বিতার্কিক জিহাদ আল মেহেদী, জাহেদুল ইফতেখার রিফাত এবং আবদুল্লাহ আল ইমরান।
প্রতিযোগিতায় দিনের শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন সরকারী দলের প্রধানমন্ত্রীর ভূমিকায় থাকা কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের জিহাদ আল মেহেদী। আর পুরো প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হন একই দলের আবদুল্লাহ আল ইমরান।
অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘শ্রেষ্ট বক্তা হওয়াটা আমার জন্য নতুন নয়। এর আগে বহুবার হয়েছি। তবে আমার হল জিতেছে এজন্য একটু বেশি আনন্দিত। ’ বিতর্ক অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাহবুবা নাসরিন। বিচারক হিসেবে ছিলেন শান্তনু মজুমদারসহ ঢাবির এক সময়ের তারকা বিতার্কিকরা।
এর আগে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ২১তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় ২য় রানার আপ এবং ২০তম প্রতিযোগিতায় ১ম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে ক্লাবটি।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪