ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে একাডেমিক কাউন্সিলের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
শাবিতে একাডেমিক কাউন্সিলের বৈঠক

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়েছে। এ বৈঠক থেকে পরীক্ষা পদ্ধতি ও তারিখ ঘোষণা আসতে পারে বলে সূত্র জানিয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বৈঠক শুরু হয়।

শাবির ২০১৩-১৪  শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে দেশে ঘটে যায় আলোচিত ঘটনা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করেই ইতোমধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভার পর সেই সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা পদ্ধতি ও তারিখ ঘোষণা করা হবে ।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।