রাবি: বাণিজ্যিক সান্ধ্য কোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
সমাবেশ থেকে বুধবার ক্লাস বর্জন ও প্রশাসন ভবন অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী।
আর আন্দোলনে সহমত প্রকাশ করে সমাবেশে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, নাট্যকলা ও সংগীত বিভাগের কাজী সুস্মিন আাফসানা ও উল্লাস হাবীব জাকারিয়া।
সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- আয়াতুল্লাহ খোমেনি, আলমগীর হোসেন সুজন, আবু সুফিয়ান বখশী, আব্দুল্লাহ আল মুইজ ও আহসান হাবিব রকি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪