ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন নিউজ পোর্টাল ডিইউ টাইমজ (dutimz.com)-এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ডিইউ টাইমজ-এর ভিডিও গ্যালারি উদ্বোধন করা হয়।
ডিইউ টাইমজ-এর সভাপতি আবুল হাসনাত সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান, নিউজ নেক্সট বিডি ডট কমের সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বর্তমান যুগকে অনলাইন প্রযুক্তির যুগ হিসাবে অভিহিত করে বলেন, যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠতে হবে। তিনি সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালনের জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি ডিইউ টাইমজ-এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং মানসম্পন্ন সংবাদ, বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। ডিইউ টাইমজ-এর সংবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং শিক্ষার্থীরা তা উপভোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ২৬, ২০১৪