সিলেট: ‘অহিংস নীতি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ একদল তরুণ শিক্ষার্থীর উদ্যোগে গড়ে ওঠা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র সব্যসাচী সংগঠন ‘সোনার তরী’ ব্যাপক সাড়া ফেলেছে।
সঙ্গীত, কবিতা, নাটক, ভাষা চর্চা, নৃত্য প্রভৃতি প্রচলিত বিষয় ছাড়াও হারিয়ে যেতে বসা বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক উপাদান যাত্রা, পুঁথি পাঠ- এমন বিষয়গুলো নিয়ে গবেষণা ও কাজ করবে সংগঠনটি।
সোমবার শুরু হওয়া নবীন এ সংগঠনটির সাংগঠনিক সপ্তাহের প্রথম দিনেই কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহের কমতি নেই। তাই সামনের দিনগুলোতে অনেকদূর এগিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী সংগঠনটির উদ্দ্যোক্তারা।
‘সোনার তরী’র প্রতিষ্ঠাতা সভাপতি লুতফুর হোসেন রবিন বাংলানিউজকে জানান, মৌলবাদী চিন্তাধারাকে নিরুৎসাহিত করে সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিপক্ষে কাজ করার দৃঢ় সংকল্প নিয়ে কাজ করবেন তারা।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ২৬, ২০১৪