ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্নপত্র ফাঁস

শিক্ষামন্ত্রী বরাবর ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুন ৮, ২০১৪
শিক্ষামন্ত্রী বরাবর ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

ঢাকা: প্রশ্নপ্রত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা খ্যাত লাকী আক্তারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে রোববার বেলা সাড়ে বারোটার দিকে  সচিবালয়ের গেটে আসেন।



তবে মন্ত্রী না থাকায় সচিবালয়ের ভেতরে ঢুকতে দেয়া হয়নি তাদের। পরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কার্যালয়ের মাধ্যমে স্মারকলিপিটি মন্ত্রী বরাবর পৌঁছে দেয়া হয়।

লাকী আক্তারের সঙ্গে প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন ছাত্র ইউনিয়নের সহসভাপতি আবু তারেক সোহেল, মারুফ বিল্লাহ তন্ময় এবং সাধারণ সম্পাদক বিধান বিশ্বাস।  
 
স্মারকলিপি প্রদান প্রসঙ্গে লাকী আক্তার বাংলানিউজকে জানান, শিক্ষামন্ত্রী নেই বলে পুলিশ ঢুকতে দেয়নি। আমরা ফেরত যাচ্ছিলাম। শিক্ষা মন্ত্রণালয়ের পিআরও পাঁচ নম্বর গেট থেকে স্মারকলিপিটি সংগ্রহ করেছেন।
  
স্মারকলিপিতে বলা হয়, সারাদেশে বিভিন্ন পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে চলেছে। এমনকি পরীক্ষার আগের রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রশ্ন পাওয়া যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টন্তমূলক শাস্তির আওতায় না আনলে শিক্ষা ব্যবস্থা গভীর সংকটে নিমজ্জিত হবে।

অবিলম্বে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে ব্যবস্থা নিতে কয়েকটি দাবি তুলে ধরা হয় স্মারকলিপিতে।   দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কঠোর আইন করতে হবে এবং প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রভৃতি।
 
বাংলাদেশ সময় : ১৪৪৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।