ঢাকা বিশ্ববিদ্যালয়: গণতন্ত্র, মৌলিক অধিকারসহ চিন্তা ও বাক-স্বাধীনতায়ই প্রকৃত শান্তি নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
রোববার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সম্মেলন কক্ষে আয়োজিত ‘১০ম ফাউন্ডেশন ডে বক্তৃতা-২০১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বিভাগীয় চেয়ারম্যান ড. জাহিদ এ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
‘ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রস (আইসিআরসি) এবং বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক ১০ম ফাউন্ডেশন ডে বক্তৃতা প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত আইসিআরসি’র উপ-প্রধান ডারকো জরদানভ।
স্বাগত বক্তব্য দেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক মো: রফিকুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মারিয়া হোসেন।
উপাচার্য বলেন, শান্তির অন্বেষণ মানে সত্যের অন্বেষণ। শান্তি হচ্ছে আশা, শান্তি হচ্ছে সাহস, শান্তি হচ্ছে সৌন্দর্য, শান্তি হচ্ছে নিরাপত্তা, শান্তি হচ্ছে একতা, শান্তি হচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্য, শান্তি হচ্ছে স্বাধীনতা, শান্তি হচ্ছে মুক্তি, শান্তি হচ্ছে দায়বদ্ধতা।
তিনি আরও বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধকালে এবং স্বাধীনতা পরবর্তীকালে রেডক্রস থেকে আমরা ব্যাপক সহায়তা পেয়েছি। বিগত ৪০ বছরে বাংলাদেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় রেডক্রস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও অবদান রেখেছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ০৮, ২০১৪