বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারী ৫ জন সহকারী প্রক্টরের মধ্যে ৪ জন তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন।
পদত্যাগপত্র প্রত্যাহারকারী শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গণিত বিভাগের সহকারী অধ্যাপক শফিউল আলম, সমিতির সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিল আফরোজ তানিয়া ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাইয়্যুম।
এদিকে, একই সময় পদত্যাগকারী মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা কানিজ ফাতেমা বর্তমানে বিদেশে রয়েছেন।
সোমবার দুপুরে শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এ পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তানভীর কায়সার বাংলানিউজকে জানান, ভিসির দেওয়ার আশ্বাসের ভিত্তিতে শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগপত্র প্রত্যাহার করা হয়েছে। চার শিক্ষকের পদত্যাগপত্র জমা দেওয়ার একদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সহকারী অধ্যাপক ফাতেমা কানিজ। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা না থাকার অভিযোগে ২৯ মে তারা পদত্যাগ করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১৪